下一个

Anish Khan : আনিস খানের অস্বাভাবিক মৃত্যু-মামলায় আজ রায় ঘোষণা করবে হাইকোর্ট ABP Ananda

1 意见· 25/09/24
admin
admin
订户
0

হাওড়ায় ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যু-মামলায় আজ রায় ঘোষণা করবে হাইকোর্ট। সকাল সাড়ে ১০টায় রায়দান করবেন বিচারপতি রাজশেখর মান্থা। আনিস-মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যাবে কিনা, জানা যাবে আজই। এ বছরের ১৮ ফেব্রুয়ারি রাতে আমতার বাড়িতে আনিস খানের মৃত্যু হয়। পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। তদন্ত শুরু করে রাজ্য পুলিশের SIT। কিন্তু পুলিশি তদন্তে আস্থা রাখতে না পেরে CBI তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আনিসের পরিবার। ঘটনার দিন দুই পুলিশ কর্মীর আনিসের বাড়ির দোতলায় ওঠা ও পরে আনিসের মৃতদেহ উদ্ধার, মাঝের সময়টায় ঠিক কী ঘটেছিল, আদালতে তার সদুত্তর দিতে পারেনি রাজ্য পুলিশের SIT। মূলত এই বিষয়টি নিয়েই সংশয় রয়েছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকায়, মানুষ বা মৃতের পরিবার তাদের তদন্তে ভরসা রাখবে কিনা, মামলার শুনানিতে সেই প্রশ্ন তোলেন বিচারপতি। এই পরিস্থিতিতে আনিস-মামলায় আজ হাইকোর্ট কী রায় দেয়, সেদিকেই সবার নজর। 

显示更多

 0 注释 sort   排序方式


下一个